কিভাবে হলো জানি না, বললেন কোহলি

0
113

অনলাইন ডেস্ক : পেন্ডুলামের মতো দুলছিল মেলবোর্নের ভারত-পাকিস্তানের ম্যাচটি। কখনো জয়ের পাল্লা পাকিস্তানের দিকে আবার কখনো ভারতের দিকে। ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত প্রায় এক লাখ দর্শক ছিল দারুণ উৎকণ্ঠায়। শেষ পর্যন্ত ম্যাচটি ভারতই জিতে নিল।

পাকিস্তানের ১৫৯ রানতাড়ায় ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপরও ম্যাচের শেষ বলে জয়ের হাসি হাসল ভারত, কৃতিত্ব কোহলির ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসের। এ নিয়ে চতুর্থবার টি–টোয়েন্টিতে ম্যাচের শেষ বলে জিতল ভারত।

ম্যাচ শেষে বিরাট কোহলি বলেন, ‘সত্যি বলতে আমার বলার মতো কোনো কথা নেই। আমার কোনো ধারণা নেই কিভাবে এটা হলো। হার্দিক আমাকে বিশ্বাস এবং শেষ পর্যন্ত ধরে খেলতে বলেছিল।’
কোহলি বলেন, ‘সমীকরণ ছিল সাধারণ। নওয়াজের এক ওভার বাকি ছিল। যদি হারিসকে শান্ত করতে পারি তাহলে তারা ভয় পেয়ে যাবে। আজ পর্যন্ত আমি বলতাম, টি-টোয়েন্টিতে মোহালি ছিল আমার সর্বোৎকৃষ্ট ইনিংস। সেখানে আমি ৫২ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলাম। আজ খেললাম ৫৩ বলে ৮২। দুটোই আমার কাছে স্পেশাল তবে গৌরবের বিচারে আমি এটাকে গুনব ‘