কুখ্যাত রাজাকার মুজাহিদের বাবার নামে বাজার ও রাস্তার নামকরনে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ও প্রতিবাদলিপি প্রদান

0
505

নিজস্ব প্রতিনিধি

যশোরের চৌগাছার তালিকাভূক্ত রাজাকার মুজাহিদ ও স্বাধীনতা বিরোধী তার পিতার নামে স্বাধীনতার প্রবেশদ্বারখ্যাত যশোর-চৌগাছার একটি রাস্তা ও বাজারের নামকরনে এবং সাইনবোর্ডে বাস্তবায়নে চৌগাছা উপজেলা পরিষদ লেখায় তীব্রনিন্দা ও ক্ষোভ করেছে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা।
বুধবার সকাল ১২টায় এঘটনায় ক্ষুদ্ধ বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নেতৃত্বে প্রায় ৫০জন রনাঙ্গনের সন্মুখ যুদ্ধে অংশগ্রহনকারি মুক্তিযোদ্ধা সহ,উপজেলা স্বোচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও চৌগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলি এনামুল হকের কাছে একটি প্রতিবাদলিপি প্রদান করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুর হোসেন ডাক্তার,মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুস সালামসহ প্রায় সকল মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে তারা অনতিবিলম্বে ওই বাজার ও রাস্তার নামকরন পরিবর্তণ করে “মুক্তিযোদ্ধা নগর” ঘোষনা করার দাবী জানিয়েছেন।
উল্লেখ্য গত ১৮ আগষ্ট উপজেলার সদর ইউনিয়ন (চৌগাছা ইউনিয়ন) এর কড়ইতলা বাজার ও কড়ইতলা বাজার থেকে দক্ষিন কয়ারপাড়া (১ কি:মি:) রাস্তা ৭১’র স্বাধীনতা বিরোধী ও প্রশিক্ষনপ্রাপ্ত অস্ত্রধারি রাজাকার মুজাহিদ আলির বাবা আরো এক স্বাধীনতা বিরোধী ব্যাক্তি আহমদ আলীর নামে নামকরন দেখিয়ে ওই বাজার ও রাস্তাকে আহমদ আলী সড়ক ও আহমদ নগর হিসেবে নামফলক স্থাপন করার প্রতিবাদে স্থানীয় বাজার কমিটির সভাপতি ফারুকসহ স্থানীয় শিক্ষক,আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে মানববন্ধন করে। সেই ঘটনা দৈনিক ভোরের কাগজ,দা ডেইলি অবজারভার, জনকন্ঠসহ বিভিন্ন জাতিয় ও স্থানীয় সংবাদপত্রে ফলাও করে সংবাদ প্রচারিত হলে স্থানীয়দের সেই দাবীকে সমর্থ করে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্রজয়, উপজেলা স্বোচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুজ্জামান রাজুসহ চৌগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক প্রভাষক অমেদুল ইসরলামসহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ একাত্নতা ঘোষনা করেন।
প্রতিবাদলিপির অনুলিপি যশোর জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার ও চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে।