কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গড়াই ও রূপসা পরিবহনের বেপোরোয়া গতিতে বাস চলানোয় চালকে কারাদন্ড

0
264

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উপর দিয়ে দ্রুতগতিতে চলা গড়াই ও রূপসা পরিবহনের গতি রোধ করতে অবশেষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে বেপোরোয়া গতিতে গাড়ি চলানোর অপরাধে গড়াই পরিবহনের চালক রাকিবকে এক মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: জাকির হোসেন। এ সময় বিভিন্ন যানবাহনে কাগজপত্র ঠিক না থাকায় ১হাজার ৩শ টাকা জরিমান করা হয়েছে। কালীগঞ্জ-যশোর মহাসড়কের বারবাজার হাইওয়ে ফাড়ির সহযোগিতায় বারবাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসেন জানান, দীর্ঘদিন অভিযোগ আসছিল খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গড়াই ও রুপশা পরিবহনের চালকরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে এবং এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহত হচ্ছে। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে আজ রাকিব নামের এক চালককে এক মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়।