কেশবপুরের সন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসার সম্পত্তি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রির অভিযোগ

0
416

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর-(যশোর): যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসার সম্পত্তি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার সন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার নামে সন্যাসগাছা গ্রামের আমির হোসেন মোল্যা, আব্দুল আহাদ মোল্যা, আফতাব উদ্দীন সরদার ও বজলুর রহমান সরদার গত ১৯/০৩/১৯৮৮ তারিখে ৬টি বন্দে ১ একর ৮ শতক জমি রেজিস্ট্রি করে দেন। যার দলিল নং ১৪২১। গত ২৯/১০/১৭ তারিখে ঐ জমির মধ্য থেকে ১৬ শতক জমি মাদ্রাসার বিধি বিধানের পরিপন্থী ভাবে অজ্ঞাত কারণে ভারপ্রাপ্ত সুপার আব্দুল গফুর আনছারী সন্যাসগাছা গ্রামের শাহিনুর হোসেন ও শামিম হোসেন গংদের নামে রেজিস্ট্রি করে দেন। এলাকাবাসির পক্ষ থেকে মোস্তাক সরদার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। যা তদন্তাধিন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here