কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাটের অভিযোগ

0
358

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের কোমরপোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামে পঞ্চানন দাসের পূত্র স্বপন দাসের সাথে প্রতিবেশি রবিন দাস গংদের দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিন দাস গং স্বপন দাসের বাড়ির সীমানার মাঝখান দিয়ে পথ রাস্তা নির্মাণ করতে চাইলে বিরোধ আরো ঘনিভূত হয়। স্বপন দাস তার বাড়ির সীমানা দিয়ে পথ রাস্তা নির্মাণ করার কথা বললে রবিন দাস গং তাতে রাজি হয়নি। তারই জের ধরে রবিন দাস, মান্দর দাস, মন্টু দাস ও জয়দেব দাস ২৭ ফেব্রুয়ারী রাত ২ টার দিকে স্বপন দাসের বাড়ির সামনের দোকান ঘর ভাংচুর করে মালামাল তছনছ করে এবং নগদ ১০ হাজার টাকা ও ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় স্বপন দাস বাদী হয়ে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।