কেশবপুরে পরিবেশ গবেষক ড. এম এ কাশেমকে সংবর্ধনা

0
313

উৎপল দে, নিজস্ব প্রতিবেদক ॥ কেশবপুরে দুঃস্থ্য শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে বায়োসেন্সর ও পরিবেশ গবেষক ড. এম এ কাশেম (জাপানে বসবাসকারী )কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুঃস্থ্য শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হারুনার রশিদ বুলবুলের সভাপতিত্বে শহরের আমার ক্যাফে রেসটুটেন্টে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বায়োসেন্সর ও পরিবেশ গবেষক ড. এম এ কাশেম । বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাংবাদিক রুহুল কুদ্দুস, সাংবাদিক আশরাফুজ্জামান, প্রমুখ। উল্লেখ্য ড. এম এ কাশেম উপজেলার আওয়ালগাঁতী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এনভারণমেন্টাল সায়েন্স এ অনার্স (প্রথম শ্রেণী) এবং এম এস (প্রথম শ্রেণীতে প্রথম, ডিসটিংশন সহ) ডিগ্রী সম্পন্ন করেন। তিনি জাপানের তয়ামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে (পিএইচডি) এ গবেষণা টি পরিচালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here