কেশবপুরে পাখির অভয়ারণ্য গোড়ে তুলতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রম উদ্যোগ

0
568

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিস ক্যাম্পাস এলাকায় পাখির অভয়ারণ্য গোড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্যাম্পাস এলাকায় গাছে গাছে ৫৫০টি হাড়ি বাঁধা হয়েছে পাখির বাসা তৈরির জন্য। উপজেলা প্রশাসনের পাখির জন্য ব্যতিক্রম এ উদ্যোগ কেশবপুরে ব্যাপক প্রশংসিত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার জনসাধারণ অফিসপাড়া এলাকায় এসে এমন দৃশ্য দেখে অভিভূত হচ্ছেন। গাছে হাড়ি বাঁধার দায়িত্ব পালন করেছেন একটি বাড়ি একটি খামার ও শিশু একাডেমীর এন সি টি এফের সদস্যরা। অফিস ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ছোট বড় প্রায় সকল গাছেই হাড়ি বাঁধা রয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্থানীয় প্রশাসন পাখির অভয়ারণ্য গোড়ে তুলতে ওই ব্যতিক্রম কাজ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান জানান, পাখির অভয়ারণ্য গোড়ে তোলার জন্য ক্যাম্পাসের প্রায় ২০০ ছোট-বড় বিভিন্ন গাছে ৫৫০টি হাড়ি বাঁধা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here