কেশবপুরে পাচারকারী আটক ॥ ৪ নারী উদ্ধার

0
347

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর থানা পুলিশ এক নারী পাচারকারীকে আটক করেছে এবং ৪ নারী উদ্ধার করেছে।
কেশবপুর থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মুনজুরুল আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীঘোনা বাজার থেকে মালায়োশিয়ায় নারী পাচারকারী নরুল আলম খলিফা (৩২)কে আটক করে। এসময় পুলিশ কেশবপুর উপজেলার দশকাহুনিয়া গ্রামের হায়দার আলীর স্ত্রী ইরানী খাতুন (৩০), আব্দুল মান্নান সরদারের স্ত্রী রহিমা বেগম (৩৫), ফারুক গাজীর স্ত্রী নাজমা খাতুন (৩০) ও রেজাউল সরদারের স্ত্রী সীমা খাতুন (২৫) কে উদ্ধার করে। উক্ত ৪ নারী ঢাকার মিরপুরে একটি ট্রেনিং সেন্টারে ১ মাস প্রশিক্ষণ শেষে পাচারকারীকে নিয়ে কেশবপুরে আসে। আটক নরুল আলম খলিফা কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার ভিরুলী গ্রামের আহম্মেদুর রহমানের ছেলে। এব্যাপারে থানার ওসি তদন্ত শাহাজাহান আহম্মেদ জানান, আটক পাচারকারী নরুল আলম খলিফা থানা হেফাজতে রায়েছে এবং তথ্য উদঘটনের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here