কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদ্রাসা শিক্ষকের জরিমানা

0
452

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর(যশোর) : কেশবপুরের আলিয়া মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে বুধবার দুই মাদ্রাসা শিক্ষকের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির জানান, শহরের আলিয়া মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে রসায়ন বিষয়ে পরীক্ষা চলছিল। কিন্তু দায়িত্ব না থাকার পরও গড়ভাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামিয়া স্বপ্না ও বারুইহাটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুল হক কেন্দ্রে প্রবেশ করে গলযোগ সৃষ্টি করে। ফলে পাবলিক পরীক্ষা আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দুই শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা মোশারফ হোসেন বলেন, পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে ওই দুই শিক্ষক কেন্দ্রে প্রবেশের অভিযোগে বিরুদ্ধেভ্রাম্যমান আদালত তাদের অভিযুক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here