কেশবপুরে সাজাপ্রাপ্ত ও নাশকতা মামলার আসামিসহ ৩ জন আটক

0
607

উৎপল দে, ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোরের কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, নাশকতার মামলায় জামায়াতের এক নেতা ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহাজাহান আহম্মেদের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার লক্ষ্মীনাথকাটী গ্রামের নাঈম উদ্দিন মোড়লের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৪৫), উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের জামায়াতের নেতা তেঘরি গ্রামে মৃত-নওয়াব আলী খাঁনের ছেলে শাহাজান খাঁন(৫৫) ও উপজেলার বায়সা গ্রামের মাদক ব্যবসায়ী মৃত ইব্রাহীম সরদারের ছেলে আব্দুল মালেক সরদারকে (৪২) ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। পুলিশ আরও জানায়, দেলোয়ার হোসেন ওরফে দেলু পার্শ্ববর্তী মণিরামপুর থানার একটি ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। মামলা নং- ১২ তারিখ ১০/৮/২০০৫। আব্দুল মালেক সরদারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং- ৩ তারিখ ৫/১২/২০১৭। আটক শাহাজান খাঁনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। অভিযানকালে আরো ছিলেন থানার উপ-পরিদর্শক খান আব্দুর রহমান, এস আই প্রসেনজিৎ মলি¬ক, এএসআই শ্যামল সরকারসহ সংগীয় ফোর্স। বুধবার পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here