কেশবপুরে স্বর্ণ পটি এলাকায় ডেঙ্গুর লার্ভার সন্ধান এলাকাজুড়ে আতঙ্ক

0
404

উৎপল দে,কেশবপুর : সোমবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যনেটারী ইন্সপেক্টর সুশান্ত দত্তের নের্তৃত্বে পৌর শহরের স্বর্ণ টি এলাকায় বিভিন্ন ড্রেন ও বাসা বাড়ির ছাদে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ডেঙ্গু রোগের লার্ভার সন্ধান পেয়েছেন। এ সময় পৌর এলাকার হাজা মজা ড্রেন পরিস্কার করা হয়। এ সড়কের বাসিন্ধা আনন্দ ঘোষের স্ত্রী সাগরিকা ঘোষ (৩৫) ও মোবাইল গার্ডেনের ম্যানেজার সজল সিংহ র মৃত্যু হয় । এছাড়া ঐ এলাকায় ১২ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছে। । এ দিকে সোমবার সকালে ডেঙ্গুর লার্ভার সন্ধাণ পাওয়ায় গোটা এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক । স্যানেটারী ইন্সপেক্টর সুশান্ত দত্ত সাংবাদিকদের জানান, এ সড়কটির ড্রেন ও বাসা বাড়িতে জমে থাকা পানিতে লার্ভার সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হারুন অর রশীদ জানান, স্বর্ণ পটি এলাকার মার্তৃ জুয়েলার্সের বাড়ির ছাদে ও বিউটি সাইকেল ষ্টোরের গোডাউনের সামনের টায়ারের ভিতর লার্ভার সন্ধাণ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here