কেশবপুরে ২শত ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে শহিদমিনার নেই

0
356

উৎপল দে,কেশবপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহিদদের প্রতি সম্মান জানাতে যশোরের কেশবপুর উপজেলার ৩শত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২শত ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহিদমিনার নেই। মাত্র ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার আছে। এর মধ্যে আবার অনেক শহিদ মিনার জরাজীর্ন যা দ্রুত সংস্কার প্রয়োজন।
অথচ সরকারিভাবে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি পালনের নির্দেশনা রয়েছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা একশ ৫৮টির মধ্যে মাত্র ১১টি প্রাইমারি স্কুলে শহিদমিনার আছে বলে অফিসসূত্রে জানা গেছে ।এগুলো হলো মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালি, গোপসেনা, ভান্ডারখোলা, সুন্তিয়া, হাড়িয়াগোপ, জিয়েলতলা, পাথরঘাটা, শানতলা ও ডুঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসের শ্যামল সিংহ জানান, কেশবপুর উপজেলার মাধ্যমিক স্কুল ৭২টি, ৫২টি মাদরাসা ও ১২টি কলেজসহ মোট ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার আছে। এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, এ উপজেলায় কিন্ডারগার্টেন ও প্রতিবন্ধী স্কুলের সংখ্যা প্রায় ২৫টি। এর একটিতেও কোনো শহিদ মিনার নেই।
এই ব্যাপারে কেশবপুর উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদমিনার নেই সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শহিদ মিনার নির্মাণ করতে বলা হয়েছে। তারা দ্রুত করবেন বলে জানিয়েছেন।