কেশবপুরে ৪ জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিল হাসপাতালের বেডে

0
398

উৎপল দে, কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় ৪ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের হাসপাতাল বেডে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়েছে।
জানাগেছে. উপজেলার পাচারই টি এস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সারমিন খাতুন ও রাজিয়া খাতুন এবং মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুমনা সরদার ও আঞ্জুয়ারা রিতা সোমবার সকাল ৯ টার দিকে জেএসসি পরীক্ষা দেওয়ার জন্য মঙ্গলকোট বাজার থেকে মোটর ভ্যানযোগে কেশবপুরে পরীক্ষা কেন্দ্রে রওনা হয়। পথিমধ্যে চারের মাথায় একটি বেপরোয়া মহেন্দ্র ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পড়ে তারা আহত হয়। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান হাসপাতালে উপস্থিত হয়ে ঐ শিক্ষার্থীদের শিশু ওয়ার্ডে হাসপাতাল বেডে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন আহত পরীক্ষার্থীদের নিয়মিত চিকিৎসার খোজ খবর নিচ্ছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here