কেশবপুরে ৯৭২ পরিবার বিদ্যুৎ সংযোগ পেল

0
548

উৎপল দে,ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোরের কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডসহ ৩টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কেশবপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নে মঙ্গলবার সন্ধ্যায় ৯৭২ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডের বায়সা মোড়ে এক অনুষ্ঠানে তিনি সুইচ টিপে পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ভালøুকঘর, বিষ্ণুপুর ও চাঁদড়া গ্রামে ওই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সচিব মোতাহার হোসাইন প্রমুখ।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার ছিদ্দিকুর রহমান বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ভালøুকঘর, বিষ্ণুপুর ও চাঁদড়া গ্রামে ৯৭২ জন গ্রাহকের নতুন বিদ্যুৎ সংযোগ দিতে ৫ কোটি, ১০ লাখ, ৭ হাজার ৫০ টাকা ব্যয়ে ৩৭ দশমিক ৭৮৩ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি উপজেলার জাহানপুর দাসপাড়ায় এবং বেগমপুর-কড়িয়াখালি গ্রামে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here