কেশবপুর-কলাগাছি সড়কে বালির বস্তা দিয়ে উঁচু মানুষের যাতায়াত শুরু

0
402

ভ্রাম্যমান প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার কলাগাছি সড়কের পানিতে ডুবে থাকা স্থানে বালির বস্তা দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা দিয়ে উঁচু করায় এলাকার মানুষ ভ্যান, মোটরসাইকেলসহ বাই-সাইকেল চেপে কেশবপুর সদরে যাতায়াত করতে পারছেন। এলাকাবাসী জানায়, দীর্ঘ তিন মাস সড়কটির মাদারডাঙ্গা ব্রিজের দু’পাশ পানিতে ডুবে গিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়। একাধিক পত্রিকায় ওই সড়ক নিয়ে ব্যাপক লেখালেখি হয়। অপরিকল্পিত মাছে ঘেরের কারণে পানি প্রবাহে বিঘœ সৃষ্টি হওয়ায় এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে সড়কটির উপর পানি উঠে আসে।
পানি উন্নয়ন বোর্ড পানিতে ডুবে থাকা সড়কটির ক্ষতিগ্রস্থ এলাকায় ৩ হাজার ৫০০ বালির বস্তা দিয়ে ১৮০ মিটার সড়ক উঁচু করে দেয়। গত শুক্রবার থেকে সড়কটি দিয়ে উপজেলার সুফলাকাটি ও পাঁজিয়া ইউনিয়নের মানুষ ভ্যান, মোটর সাইকেলসহ বাই-সাইকেল চেপে কেশবপুর সদরে আসা শুরু করে। মঙ্গলবার বিকেলে সরেজমিন ওই স্থানে গিয়ে দেখা যায় বালির বস্তা দিয়ে সড়কটি উঁচু করা হয়েছে। ভ্যান চালক আজিবর জানান বালির বস্তা দেওয়ার কারণে যাতায়াতে কিছুটা ভোগান্তি কম হয়েছে।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম মুকুল বলেন, রাস্তা উঁচু করার কারণে তার ইউনিয়নরে মানুষ হালকা যানবাহন যোগে কেশবপুর সদরে যাতায়াত করতে পারছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ওই সড়কের মাদারডাঙ্গা ব্রিজিরের দু’পাশে ৩ হাজার ৫০০ বালির বস্তা দিয়ে ১৮০ মিটার সড়ক উঁচু করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান সাংবাদিকরে বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের একান্ত প্রচেষ্টায় ওই সড়কে বালির বস্তা দিয়ে উঁচু করা সম্ভব হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কাজটি করানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here