কোতয়ালী থানার এ এস আই মিরাজের ক্ষমতার উৎস কোথায় ?

0
147

নিজস্ব প্রতিবেদক : যশোর কোতয়ালী থানার এ এস আই মিরাজের স্ট্যান্ড রিলিজ আদেশ হলেও রহস্য জনক কারনে তাকে থানা থেকে ছাড়া হয়নি।ফলে ডিআইজির আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা নিয়ে ক্ষোদ পুলিশ প্রশাসনে তোলপাড়ের সৃস্টি হয়েছে।
এএসআই মিরাজের বিরুদ্ধে ভেজাল সার সিন্ডিকেট থেকে টাকা নেয়া,মাদক ব্যবসায়ীদের পৃস্ট পোষকতাসহ একাধিক অভিযোগে তাকে এক সপ্তাহ আগে শাস্তি মুলক বদলি হিসাবে এপিবিএনে বদলি করা হয়।কিন্তু বদলির আদেশ পাওয়ার পররসে ওই আদেশ বাতিলের তদবিরে নামে। সর্ব শেষ ডিআইজি তাকে গত ১৯ সেপ্টম্বর স্ট্যান্ড রিলিজ করেন।কিন্তু তিনদিন পার হলেও রহস্য জনক কারনে তাকে কোতয়ালী থানা থেকে ছাড় পত্র দেয়া হয়নি।যা নিয়ে জেলা পুলিশ প্রশাসনে ব্যাপক সমালোচনার সৃস্টি হয়েছে।
এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগের চেস্টা করা হলে তিনি ফোন ধরেননি।কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামানের কাছে মিরাজকে না ছাড়ার কারন জানতে চাইলে তিনি বলেন,আমি কিছু জানি না।পরে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল বেলাল হোসেনরর কাছে জানতে চাইলে তিনি বলেন দ্রুত তাকে ছাড় পত্র নিতে বলা হয়েছে।