ক্রমশ জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট!

0
381

ম্যাগপই নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সৌদি নেতৃত্বাধীন মিত্র দেশগুলোর সঙ্গে কাতারের উত্তেজনা ক্রমশ জটিল রূপ ধারণ করছে। বাড়ছে উদ্বেগ ও উৎক্ণ্ঠা। এরই মধ্যে সৌদির ১৩ শর্ত প্রত্যাখ্যান করেছে দোহা। জবাবে কাতারের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে রিয়াদ ও তার মিত্ররা।

এদিকে বুধবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) থেকে কাতারের সদস্যপদ বাতিলের ইঙ্গিত দিয়েছে সৌদি, বাহরাইন ও আমিরাত।
১৯৮১ সালে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই ৬টি দেশ নিয়ে জিসিসি গঠিত হয়।

মূলত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের পর মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হতে থাকায় বাহরাইন, সৌদি অারব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা কাতারকে জিসিসি থেকে বহিষ্কারের ইঙ্গিত দিলেন।

তাদের দাবি, ‘সংকট নিরসনের কোনো উদ্যোগ কাতারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। ফলে জিসিসির সদস্যপদ হারানোসহ আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে কাতারের ওপর। ‘

জিসিসির আইন অনুযায়ী, সদস্যভুক্ত কোনো রাষ্ট্র চাইলে অন্য রাষ্ট্রের সদস্যপদ বাতিলের আহ্বান জানাতে পারে। এই আহ্বানে সাড়া দিতে জিসিসির সুপ্রিম কাউন্সিলে বিশেষ অধিবেশনে ওই রাষ্ট্রের সদস্যপদ বাতিলের বিষয়ে আলোচনা হবে। আহ্বান জানানোর পাঁচদিনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ছয় সদস্যের মধ্যে কমপক্ষে চার সদস্য রাষ্ট্রকে উপস্থিত থাকতে হবে।

প্রসঙ্গত, গত ৫ জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয় উপসাগরীয় অঞ্চলে। কাতারে বিরুদ্ধে চরমপন্থায় সমর্থন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ আনা হয়। তবে কাতার বরাবরই এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here