খাজুরার গাইদঘাটে করলার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

0
697

খাজুরা (যশোর) প্রতিনিধি ঃ বাঘারপাড়া উপজেলার খাজুরার গাইদঘাট গ্রামে রেসার নামক করলার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে যশোর-মাগুরা মহাসড়ক সংলগ্ন গাইদঘাট মাঠে এআর মালিক সিড্স প্রাইভেট লিমিটেডের আয়োনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রায় ২ শতাধিক কৃষকের উদ্দেশ্যে এ করলার বিশেষ গুনের দিক জেনে করলার এ জাতটি সম্প্রসারনের জন্য যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার বিথী ও বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইভা মল্লিক কৃষকদেরকে আহবান জানান। এ জাতের করলায় ছোট, বড় ও মাঝারি সাইজের প্রায় শতভাগ মেয়ে ফুল হওয়াই ফলন বেশী হয়। উজ্জ্বল সবুজ রং ও বাজারে স্থানীয় করলার থেকে দাম দ্বিগুণ হওয়াই অধিকাংশ কৃষক এই জাতের করলার চাষের প্রতি আগ্রহ প্রকাশ করেন। এ মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম, গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র মন্ডল, এআর মালিক সিড্স কো: লিমিটেডের এরিয়া ম্যানেজার মেহেদী হাসান, টেরিটরি ম্যানেজার মহিতোষ কুমার ঘোষ, বীজ ডিলার আশরাফুল আলম, কৃষক অমল কুমার বিশ^াস, শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানের দায়িত্ব পালন করেন জোনাল সেল্স কোয়ার্ডিনেটর ফয়সাল মাহামুদ জোয়ার্দার। অনুষ্ঠানে এ কোম্পানীর উন্নত জাতের আগাম কুইকার, সুপার সেট, লেটভ্যারাইটি সেভেনটি জাতের বাধাঁ কপি, আগাম হোয়াইট মারভেল, মিড-হোয়াইট মাউনটেন, লেট-হোয়াইট এক্সেল ফুলকপি চাষের প্রতিও কৃষকেরা আগ্রহ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here