খালাফ হত্যায় সাইফুলের মৃত্যুদণ্ড বহাল

0
420

বিশেষ প্রতিনিধি : ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীকে হত্যার দায়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড এবং আসামি আল আমিন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকনের যাবজ্জীবন কারাদণ্ড বহালই থাকলো।

বুধবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

একই সঙ্গে ৫ আসামির মধ্যে পলাতক সেলিম চৌধুরী ওরফে সেলিম আহমেদকে হাইকোর্টের মতোই সর্বোচ্চ আদালত থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এর আগে, ১০ অক্টোবর মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে ওইদিন আদালত রায় ঘোষণা না করে আপিলের পুনঃশুনানির দিন ধার্য করে।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী সিকদার মকবুল হক। ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকার বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৪ জুন সাইফুল ইসলাম মামুন, আকবর আলী লালু ওরফে রনি ও আল আমীন নামে তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here