খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

0
372

৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনাসহ পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি উপাধ্যক সরদার মোহাম্মদ আলী, সম্পাদক জিএম আজাহারুল ইসলাম,কৃষিকর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,এসআই মোমিনউদ্দীন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি,প্রভাষক ময়নুল ইসলাম, নিজাম উদ্দীন, জামিনুর ইসলাম, প্রভাষক নাসরিন আক্তার, ইতি বৈরাগী, লুৎফা ইসলাম, কাউন্সিলর সরবানু, কবিতা দাশ, সাবেক ইউপি সদস্য ফজিলাতুন্নেছা বেগম, জুলি শেখসহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আবদানের জন্য শিক্ষক অনিতা রানী মন্ডল, মনজিলা খাতুন ও তাহেরা আক্তার খুশি, জোৎস্না সরকার, কাউন্সিলর কবিতা রানী দাশকে সেরা জয়িতার সংবর্ধনা সহ পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here