খেদাপাড়ার বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
516

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়ার বাবা বৈদ্যনাথ ধাম মন্দির শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
শনিবার সপ্তমীর রাতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্দিরের ১২২টি প্রতিমা ঘুরে ঘুরে দেখেন।
এরপর বাবা বৈদ্যনাথ ধাম মন্দির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উক্ত মন্দিরের সভাপতি সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে ও খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তারক দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর সহধর্মীনি, যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের নেতা হাবিবুর রহমান ভোলা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন (লিটন), আওয়ামীলীগ নেতা আব্দুল মোমিন, আব্দুল আলীম জিন্নাহ, হাফিজুর রহমান, আবুল কাসেম, বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত পাল, কোষাধ্যক্ষ দিপংকর আইস, যুগ্ম সম্পাদক বিশ্বজিত দাস, প্রচার সম্পাদক উত্তম হরি, সাবেক সভাপতি সাধন নন্দি, সদস্য অশোক কুমার মল্লিক, রতন মজুমদার, অনুপ কৃষ্ণ গোস্বামীসহ স্থানীয় আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here