গণমাধ্যম কর্মী আইনের খসড়া প্রকাশ, প্রতিষ্ঠানের ব্যয়ে চিকিৎসা সুবিধা পাবে গণমাধ্যমকর্মী ও তাদের পরিবার

0
408

নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমকর্মী ও তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের প্রতিষ্ঠানের ব্যয়ে চিকিৎসা সুবিধা পাওয়ার কথা উল্লেখ করে সরকার গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০১৭ এর খসড়া প্রকাশ করেছে।

আজ তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moi.gov.bd) আইনের খসড়া প্রকাশ করা হয়েছে।

ওই খসড়ার ৮ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মরত যে কোনো গণমাধ্যমকর্মী এবং তাহার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যগণ ন্যূনতম প্রতিষ্ঠানের ব্যয়ে যেইরুপ নির্ধারিত হইবে সেইরুপ চিকিৎসা সুবিধা ভোগ করিবেন। এখানে নির্ভরশীল অর্থ স্বামী বা স্ত্রী, বিধবা মা, মা-বাবা এবং আইনত বৈধ, অপ্রাপ্ত বয়স্ক পুত্র ও কন্যা যাহারা তাহার সঙ্গে থাকে এবং পুরোপুরি নির্ভরশীল। এই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের দেয় সুবিধা অনুসরণ করা যাইবে। ‘

খসড়ায় অপরাধ ও দণ্ড প্রসঙ্গে বলা হয়,  ‘যে কেউ এই আইনে বর্ণিত ধারা বা ধারাসমূহ বা এর আওতায় প্রণীত বিধি লঙ্ঘন করিলে তাহা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হইবে এবং ইহার জন্য সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাইবে। ‘

খসড়াটির ওপর আগামী ২৫ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ঠিকানায় লিখিত আকারে বা ই-মেইলে মতামত প্রদানের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে সকলকে অনুরোধ করা হয়েছে। ঠিকানা হচ্ছে, নাসরিন পারভীন, সিনিয়র সহকারী সচিব, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা; টেলিফোন : ৯৫৪০৪৬২; ই-মেইল : as.press@moi.gov.bd

 

খসড়াটি দেখতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here