গরু ছাগলের বিরুদ্ধে কালীগঞ্জ পৌর মেয়রের কাছে ব্যাবসায়ীদের নালিশ

0
334

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃগরু ছাগলের অত্যাচারে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী ভুষনস্কুল রোড ও মাঠের কাঁচাবাজারের ব্যাবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছে। কিছু গরু মালিকের ছেড়ে দেওয়া গরুতে তাদের সবজি খেয়ে সাবাড় করে দিচ্ছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্থ ওই ব্যাবসায়ীরা পৌরমেয়রের কাছে নালিশ করেছে। এছাড়াও ওই গরু গুলো রাতেও সমানহারে বাজারের ব্যাবসায়ীদের সবজি খেয়ে ফেলছে। সেই সাথেই সড়কে যত্রতত্র গরুর বর্জ্যতে পথচারীদের চলার পথ নোংরা করে চলেছে। ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, শহরের মধুগঞ্জ ও নিশ্চিন্তপুর এলাকার কিছু মানুষ তাদের পোষা গরুর দড়ি খুড়ে বাজারে উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছে। গলায় দড়ি বিহিন ছেড়ে দেওয়া গরুতেই বাজারের দোকান, রাস্তা, ও মাঠের ফসল নষ্ট করে চলেছে। করোনার মহামারিতে ভুষনস্কুল মাঠে বসানো সবজি দোকানদাররা জানান, এই দূর্যোগে বেচাকেনা কম হলেও দলে দলে গরু এসে তাদের দোকানে সাজানো সবজি তরিতরকারী খেয়ে ফেলছে। এ বাজারে বসে এমনিতেই তাদের পেট চলছে না। তরা উপরে গরু ছাগলের অত্যাচারে তারা বেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ব্যাবসায়ীরা আরো জানান, দিনে এমন ক্ষতির পরও ওই গরুগুলো রাতে বাজারে ঢুকে ব্যাপক সবজি নষ্ট করছে। বাধ্য হয়ে তারা এ বিষয়টি পৌর মেয়রকে অবহিত করেছেন। তিনি দ্রুত ব্যবস্থা না নিলে তারা গরুর অত্যাচারে এ হাট ছাড়তে বাধ্য হবেন বলেও জানান। ব্যাবসায়ীদের এমন অভিযোগ শুনে পৌরমেয়র আশরাফুল আলম আশরাফ সাংবাদিকদের ডেকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, গরুর অত্যাচারে ভুষনস্কুল মাঠের সবজি ব্যাবসায়ীরা তার কাছে বিচার প্রার্থনা চেয়েছেন। তিনি ওইসব ছেড়ে দেওয়া গরু মালিকদের পৌরসভা থেকে নোটিশ বা মাইকিং করে গরু বেধে রাখতে নির্দ্দেশনা দিবেন। এরপরও নির্দ্দেশনা না মানলে তিনি গরুর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।