গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৫

0
430

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় এলাকায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানার নিচ তলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এসময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নিচে চাপা পড়ে অন্তত পাঁচ শ্রমিক মারা যান। আহত হন অর্ধশতাধিক।

আহতদের উদ্ধার করে স্থানীয় শরীফ মেডিকেল ও পপুলার হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়। এছাড়া বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here