গ্রীণ হাউজের প্রভাব বিশ্বকে বাঁচাতে ঝিনাইদহে গাছের চারা রোপন শুরু

0
366

ঝিনাইদহ প্রতিনিধি : সুভোশিত সবুজের মাধ্যমে গ্রীণ হাউজের প্রভাব বিশ্বকে বাঁচাতে ঝিনাইদহে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপন শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের বাইপাস এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উদ্ভাবনী নার্সারী’র স্বত্তাধীকারী খালেদা খানম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যান্যরা। সদর উপজেলা কৃষি অফিসের প্রযুক্তিগত সহযোগীতায় স্থানীয় উদ্ভাবনী নার্সারী আগামী ১ মাসের মধ্যে বিভিন্ন প্রজাতির ২০ হাজার গাছের চারা রোপন করবে বলে জানিয়েছে আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here