চট্টগ্রামে ছাত্রলীগের সম্মেলনে বিস্ফোরণ ও চেয়ার ছোড়াছুড়ি

0
527

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পছন্দের নেতার নামে স্লোগান, কাউন্সিলর নির্ধারণ, সিনিয়রদের সম্মান দেয়াকে কেন্দ্র করে উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। তারা কর্মীদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন নেতা-কর্মী ও সাংবাদিকরা। দ্রুত বের হওয়ার সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহতও হয়েছে। পরে তাৎক্ষণিক সম্মেলন স্থগিত করা হয়।

এর আগে গত সোমবার লালদীঘির ময়দানে মহিউদ্দিন চৌধুরীর স্বরণ সভায়ও চেয়ার মারামারির ঘটনা ঘটেছে। একই রকম দুটি ঘটনার নেপথ্যে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করার দাবিও জানান তৃণমূলের নেতারা।

চেয়ার ছোড়াছুড়ির বিষয়ে জেলার সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব বলেন, সম্মেলন মঞ্চে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় নেতারা। তখনই বহিরাগতরা শান্তিপূর্ণ সম্মেলনে বিশৃঙ্খলা করেছে। জামায়াত-শিবিরের কর্মীরা সম্মেলনে ঢুকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল হাসান সুমন বলেন, সম্মেলনে কাউন্সিলর নির্ধারণ, সিনিয়রদের যথাযথ সম্মান ও পছন্দের নেতাদের নামে স্লোগান দেয়ার বিষয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তবে কারা, কিভাবে নেপথ্যে থেকে এমন সুন্দর একটা সম্মেলনকে বিশৃঙ্খলার সৃষ্টির ইন্ধন দিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here