“চাঁদাবাজীর রুপ পাল্টেছে! শার্শায় হাতি দিয়ে চলছে এবার অভিনব পন্থায় জবরদস্তি চাঁদাবাজি! মানুষ নিরুপায়”

0
374

আরিফুজ্জামান আরিফ : চাঁদাবাজীর কৌশল পাল্টেছে।হাতিকে ঢাল বানিয়ে মানুষকে নিরুপায় করে চলছে অবাধে চাঁদাবাজি।

এ দৃশ্য দেখা গেছে শুক্রবার বিকালে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন গ্রাম, হাট-বাজার, রাস্তা-ঘাট এবং পথচারীদের কাছে হাতি দাড় করিয়ে ১০টাকা থেকে ১’শ/২’শ টাকা আদায় করছে। যদি কেউ টাকা দিতে অস্বীকৃতি জানায় তাহলে হাতির মালিক হাতির মাধ্যমে জবরদস্তি করে অর্থ আদায় করছে। হাতির নাম শুনে দেখতে আসা জনগণ মাফ পাচ্ছেন না এই হাতির মালিকের কাছে। তাই এই নীরব চাঁদাবাজীর কাছে অসহায় হয়ে সহ্য করতে হচ্ছে এলাকার সবাইকে।
এলাকার উৎসুক জনগণের প্রশ্ন, যদি সার্কাস খেলার জন্য হাতিটিকে কুষ্টিয়ায় আনা হয়, তাহলে যশোর জেলার প্রত্যন্ত অঞ্চলে কেন ? এটা হাতির সাথে থাকা মালিকের পক্ষে চাঁদাবাজি ছাড়া আর কিছুই না।
হাতির পিঠে থাকা ব্যক্তিটি বলেন, আমার বাড়ী সিরাজগঞ্জ জেলায়। আমি এই হাতিটিকে কুষ্টিয়ায় একটি সার্কাস দলে খেলা দেখানোর জন্য এনেছি। কিন্তু সার্কাস খেলা এখনও শুরু হতে দেরী আছে।তাই এসব এলাকায় এসেছি। তবে অনেক তার নাম জানতে চাইলেও তিনি তার নাম প্রকাশ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here