চালুয়াহাটি ইউনিয়নে লটারীর মাধ্যমে ধান ক্রয় শুরু, কৃষকের মুখে হাঁসির ঝিলিক

0
506

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ধান লটারীর মাধ্যমে ক্রয় শুরু হয়েছে। এতে কৃষকের মুখে হাঁসির ঝিলিক দেখা দিয়েছে।
বুধবার উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে লটারীর মাধ্যমে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মৌসুমি আক্তার।
এদিন সকাল সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত কৃষকদের একটি কাগজের টুকরোর উপর কৃষক পরিচিতি নাম্বার লিখে একটি নির্ধারিত বাক্সে ফেলতে বলা হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস.এম মারুফুল হক, মো. হাবিবুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহম্মেদ, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সৌমিক হক অনিক, সাংবাদিক উত্তম চক্রবর্তী প্রমূখ।