চিকিৎসা শেষে দেশে ফিরলেন আল্লামা শফী

0
343

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

আল্লামা শাহ আহমদ শফী উন্নত চিকিৎসা জন্য গত ২২ জুলাই ভারত যান। ১৪ দিন পর তিনি দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন হেফাজত আমিরের সফরসঙ্গী ছোট ছেলে মাওলানা আনাস মাদানী।

তিনি জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে করে রাত ৮টার দিকে শফী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

চট্টগ্রাম শাহ্ আমানত বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলামে (হাটহাজারী মাদ্রাসা) ফিরবেন।

হেফাজত আমিরের শারীরিক অবস্থা এখন অনেকটা স্বাভাবিক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শফিউল আলম।

৯৬ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত রোগে দুই মাসেরও বেশি সময় ধরে অসুস্থ।

এর আগে তিনি অসুস্থ হলে ৬ জুন রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে ১০ জুলাই চট্টগ্রামের হাটহাজারীতে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here