চোপড়ার সেঞ্চুরি ও তানভীরের ঘূর্ণিতে শেখ জামালের জয়

0
493

ক্রীড়া  ডেক্স : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯২ রানে হারিয়েছে শেখ জামাল ধানমিন্ড ক্লাব। এই ম্যাচে সেঞ্চুরি করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার প্রশান্ত চোপড়া। আর পাঁচটি উইকেট নিয়েছেন একই দলের হয়ে খেলা লেগস্পিনার তানভীর হায়দার।

ষষ্ঠ রাউন্ড শেষে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন তৃতীয় অবস্থানে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর দুইটি জয় নিয়ে অষ্টম অবস্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দেয়া ৩১০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে ২১৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান সংগ্রহ করেন ফরহাদ হোসেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে তানভীর হায়দার ৫টি, শাহাদাৎ হোসেন ১টি, সোহাগ গাজী ২টি, ইলিয়াস সানি ১টি ও ফজলে মাহমুদ ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের পক্ষে ১০৬ রান করেন প্রশান্ত চোপড়া। এছাড়া ফজলে মাহমুদ ৭৮ ও ফজলে মাহমুদ ৫৯ রান করেন। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে মোহাম্মদ সাদ্দাম ২টি, নিহাদুজ্জামান ২টি, মনভিন্দের বিসলা ১টি ও কাজী কামরুল ইসলাম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৯২ রানে জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ইনিংস: ৩০৯/৭ (৫০ ওভার)

(ফজলে মাহমুদ ৭৮, মাহবুবুল করিম ১৭, প্রশান্ত চোপড়া ১০৬, আব্দুল্লাহ আল মামুন ৫৯, জিয়াউর রহমান ১০, তানভীর হায়দার ০, সোহাগ গাজী ৪, রাজিন সালেহ ৭*, আব্দুর রাজ্জাক ৬*; মোহাম্মদ সাদ্দাম ২/৫৭, নাঈম হাসান ০/২৮, নিহাদুজ্জামান ২/৬৮, মনভিন্দের বিসলা ১/৩৪, অলক কাপালি ০/৫৩, কাজী কামরুল ইসলাম ২/৫১, মাইশুকুর রহমান ০/১২)।

ব্রাদার্স ইউনিয়ন ইনিংস: ২১৭ (৪৩.৫ ওভার)

(মিজানুর রহমান ৩১, জুনায়েদ সিদ্দিক ২৫, ফরহাদ হোসেন ৭০, মনভিন্দের বিসলা ২৭, মাইশুকুর রহমান ৩০, ধীমান ঘোষ ৭, অলক কাপালি ১৩, কাজী কামরুল ইসলাম ৩, মোহাম্মদ সাদ্দাম ৪, নিহাদুজ্জামান ৪*, নাঈম হাসান ০; শাহাদাৎ হোসেন ১/৩২, জিয়াউর রহমান ০/২৮, সোহাগ গাজী ২/৪৪, আব্দুর রাজ্জাক ০/২৬, ইলিয়াস সানি ১/২৪, তানভীর হায়দার ৫/৪১, ফজলে মাহমুদ ১/২২)

প্লেয়ার অব দ্য ম্যাচ: প্রশান্ত চোপড়া (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here