চৌগাছায় কপোতাক্ষ নদ খননে সন্তষ্ট না কপোতাক্ষ বাচাও আন্দোলনের নেতৃবৃন্দ

0
130

নিজস্ব প্রতিনিধি

যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ খনন কাজ পরিদর্শন করলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।

রবিবার দুপুর ৩টায় উপজেলার কোমরপুরে খনন পরিদর্শনের সময় আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা ও বাসদ যশোর জেলা শাখার সম্বন্ময়ক, মুক্তিনগর শহীদ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাসিনুর রহমান, কোটচাদপুর উপজেলার সভাপতি আতাউর রহমান বাবলু, চৌগাছা উপজেলার শাহজাহান আলী এবং আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল কবির জাহিদ বলেন, আমাদের আন্দোলনের ফসল এই কপোতাক্ষ খনন। কিন্তু সেই কাজেও স্থানীয়দের অভিযোগ পেয়েছি এবং পরিদর্শনকালে কিছু অসঙ্গতিও চোখে পড়েছে। যেমন খনন কাজ চলাকালে কর্মক্ষেত্রে সাইন বোর্ড নেই, নদী তট মুক্ত থাকার কথা থাকলেও সেটি নেই। তিনি বলেন আমাদের মনে হওয়া অসঙ্গতি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলির কাছে তুলে ধরবো।

উপদেষ্টা হাসিনুর রহমান বললেন, খনন কাজে বেশ কিছু অসঙ্গতি দেখে আমরা সন্তষ্ঠ হতে পারিনি। তাই আবারো পরিদর্শনে আসবো।

এসকল বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি তৌহিদুল ইসলাম বলেন, চৌগাছার তাহেরপুর থেকে মনিরামপুর মোট ৭৯ কি.মি. ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ করছেন। প্রতিটি কাজের এলাকাতে সাইন বোর্ড থাকার কথা। হয়তো উনাদের চোখে পড়েনি।