চৌগাছায় দেড় কেজি গাজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

0
188

চৌগাছা যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় দেড় কেজি গাজা (মাদক)সহ আমিন মোড়ল (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। সোমবার (৫সেপ্টেম্বর) উপজেলার কুঠিপাড়া মোড় থেকে আমিন তাকে গ্রেফতার করা হয়। আমিন মোড়ল শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের নাবছদ্দি মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের নির্দেশে এসআই শামিম এবং এসআই বিপ্লব সংগীয় সদস্যসহ সকাল ৮টা ৪০ মিনিটের সময় উপজেলার পৌল শহরের কুঠিপাড়া মোড়ে অভিযান চালিয়ে আমনি মোড়লকে ভ্যানে থাকা অবস্থায় গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা কালো রং-এর একটি ব্যাগ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান,“ এঘটনায় আমিন মোড়লের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।