চৌগাছায় প্রণোদনার বোরো বীজ ও সার বিতরণ উদ্বোধন

0
282

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় প্রণোদনার বোরো (হাইব্রিড) ও বোরো (উফশী) বীজ এবং রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই বোরো বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী কাফী বিন কবির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, উপজেলার ২৫০০ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ এবং ২২০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বোরো উফসী জাতের বীজ, ১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হবে।