চৌগাছায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

0
416

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ডা. নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম প্রমুখের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অপর্ণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এরপর উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরে আনন্দ র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল চারটায় চৌগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয় এবং মাগরিবের নামাজের পরে প্রেসক্লাবে কেককাটা হয়।

প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, যশোর জিলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সহসভাপতি রহিদুল ইসলাম খান, হুমায়ূন কবীর সোহেল, সাংবাদিক আজিজুর রহমান, বাবুল আক্তার, আসাদুজ্জামান মুক্ত, আজিজুর রহমান, আব্দুর রহিম, শফিকুল ইসলাম, এইচ এমফিরোজ, বিএম উজ্জল, রায়হান উদ্দিন, এসএ সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল চারটায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াউর রহমান রিন্টুর নেতৃত্বে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহরে আনন্দ র‌্যালি করে। র‌্যালি শেষে শহরের মৃধাপাড়া মহিলা কলেজে কেক কাটেন তারা।

বিকেল সাড়ে চারটায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র‌্যালিসহ মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দপ্তর সম্পাদ হাশেম আলী, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকরামুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম রিংকু, ছাত্রলীগ নেতা হাসান রেজা, সৌরভ রহমান বিপুলের নেতৃত্বে র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল পাঁচটায় চৌগাছা পৌরসভার আয়োজনে শহরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমানের নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন। সন্ধ্যার পর উপজেলা পরিষদ বৈশাখি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।