চৌগাছায় বিএডিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
800

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় নিয়ম অগ্রাহ্য করে গভির নলকূপ স্থাপনের অনুমতি দেওয়ার অভিযোগে বিএডিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নলকূপের মালিকরা।
বুধবার দুপুরে প্রেসক্লাব চৌগাছায় এক সংবাদ সম্মেলনে উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের চারজন গভির নলকূপের মালিকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফসিয়ার রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের মাঠে মাত্র ষাট (৬০) বিঘা জমি আছে। এর মধ্যে চারটি গভীর নলকুপও আছে। গভীর নলকুপ প্রতিষ্ঠার নীতিমালায় বলা আছে যে, একটা থেকে আরেকটার দুরত্ব কমপক্ষে ৮২০ ফুট হতে হবে। কিন্তু এখানে আগে থেকেই এই নিয়ম মানা হয়নি। এরমধ্যে আরো একটি নলকুপ স্থাপনের অনুমতি দিয়েছে বিএডিসি। এটি করলে আমরা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবো। লিখিত বক্তব্যে তিনি অচিরেই এই নলকুপ স্থাপন বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এবিষয়ে জানতে চাইলে বিএডিসি চৌগাছা, যশোর সদর অভয়নগর ও বাঘারপাড়ার দায়িত্বে থাকা সহকারি প্রকৌশলি (সেচ) জাকির ভূগর্ভস্ত পানি উঠানোর ক্ষেত্রে কোন নিয়মনীতি নাই। যে কোন জায়গায় বসানো যেতে পারে।