চৌগাছা থানা পুলিশের করোনা সচেতনাতা বৃদ্ধি ও মাস্ক বিতরন কর্মসূচি পালিত

0
340

চৌগাছা (যশোর) প্রতিনিধি

কোভিড-১৯ ২য় ধাপ মোকাবেলায় সচেতনতা মূলক পোস্টার ও মাস্ক বিতরণ করেছে চৌগাছা থানা পুলিশ ।

করোনার মহামারির দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রধান (আইজিপি) ড.বেনজির আহমেদ (বিপিএম,বার) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

রবিবার (২১শে মার্চ) সকালে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে থানায় কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা শহরের ভাস্কর্য মোড়সহ উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে জনসচেতনা বৃদ্ধিতে জনসাধারনের মাঝে প্রায় ৩০ হাজার মাস্ক বিতরন করেন।

কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান,চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান,সাধারন সম্পাদক ও ১নং ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরী,সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সম্পাদক প্রভাষক অমেদুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ আমন্ত্রিত অতিথিসহ থানার কর্মকর্তাদের নিয়ে শহরের বিভিন্ন এলাকার বিপণিবিতান ও সাধারন জনগনকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ।