চ্যানেলগুলোতে নাচ নিয়ে কোনো আয়োজন থাকে না

0
368

জলসা ডেক্স : আজ ২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে বিগত বেশ ক’বছর ধরে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে জাতীয় শিল্পকলা একাডেমীর মূল হলে থাকবে বিশেষ আয়োজন। এ প্রজন্মের জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ দিনটি উদযাপনে ব্যস্ত রয়েছেন।

নিজের ব্যস্ততা নিয়ে সোহাগ ঢাকাটাইমসকে বলেন, ‘ নৃত্যশিল্পী সংস্থা সারা দেশে বড় আয়োজন করেছে। আর আমি ব্যক্তিগতভাবে আরটিভির তারকালাপ অনুষ্ঠানে থাকব। শিল্পকলায় আজ নাচ ও আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমার সঙ্গে আরও থাকবেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।’

বর্তমান নৃত্যশিল্প নিয়ে তিনি বলেন, ‘সারা দেশে ছোট-বড় সংস্থা নিজস্ব উদ্যোগে মঞ্চের জন্য কম বেশি আয়োজন করছে। কিন্তু আমি একটু অভিমানের কথাই বলব। আজ থেকে ১০ বছর আগে যেভাবে আয়োজন হত এখন তা আর দেখি না। টেলিভিশন হলো এমন একটি মাধ্যম সেখানে কিছু প্রচার হলে সারাদেশের মানুষ একযোগে সেটা দেখতে পায়। কিন্তু আমাদের দেশের এতোগুলো বিনোদনভিত্তিক চ্যানেল থাকা স্বত্বেও বিশেষ দিবসের জন্য কোনো বিশেষ আয়োজন দেখি না। অথচ ১০ বছর আগে যখন মাত্র ৩-৪ টি চ্যানেল ছিল, তখন প্রতিটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসে আমরা নাচের অনুষ্ঠান করতাম। তাহলে এতোগুলো চ্যানেল হয়ে কি লাভ হলো। বিষয়টি নিয়ে ভাবার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

বর্তমান কাজ সম্পর্কে এই শিল্পী বলেন, ‘নিয়মিত দেশে ও দেশের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছি। গত পরশু ‘চট্টগাম পোর্ট এক্সপো’তে আমার কোরিওগ্রাফিতে নাচ করেছে ফেরদৌস, পূর্ণিমা ও মেহজাবিন। টিভিতে যেহেতু কাজ কম হচ্ছে তাই শুটিং কম করছি। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধ্যাৎতেরিকি’ ছবিতে আমার কোরিওগ্রাফিতে একটি নজরুল সঙ্গীতে নেচেছেন নুসরাত ফারিয়া। গানটি সর্বমহলে সমাদৃত হয়েছে। এছাড়া শিগগিরই ঈদের জন্য ধামাকা নিয়ে হাজির হব।’

৩০ এপ্রিল তিনি সিরাজগঞ্জ যাচ্ছেন সেখানকার নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত নৃত্য উৎসবের উদ্বোধন করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here