“জনপ্রশাসন পদক ২০১৭পাচ্ছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম”

0
451

আরিফুজ্জামান আরিফ: “জনপ্রশাসন পদক ২০১৭”পাচ্ছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।

জনসেবা সহজীকরন, বাল্যবিবাহ রোধে নির্যাতিত নারী ও শিশুদের জন্য আইনী সহায়তা প্রকল্প ‘অপরাজিতা যশোর’ এর জন্য শার্শা উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালাম ‘জনপ্রশাসন পদক ২০১৭’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

এই পদক জনপ্রশাসন মন্ত্রণলায়ের সবচেয়ে সম্মানজনক পদক ।

এ ছাড়াও যশোর জেলার নির্যাতিত নারী ও শিশুদের জন্য আইনী সহায়তা প্রকল্প ‘অপরাজিতা যশোর’ এর জন্য যশোরের সাবেক জেলা প্রশাসক ডঃ হুমায়ুন কবীর দলনেতা হিসাবে জনপ্রশাসন পদকের জন্য মনোনীত হয়েছেন। একই ক্যাটাগরিতে সাবিনা ইয়াসমীন ,উপসচিব,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক,যশোর), মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও ব্যক্তিগত ক্যাটাগরিতে ”সাঁতার শিখুন,জীবনের জন্য সাঁতার’ প্রকল্পের জন্য ‘যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে. এম. মামুন উজ্জামান কে জনপ্রশাসন পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here