জন্ম তিলক

0
253

তুহিন

অট্টালিকায় জন্ম তোমার
তুমি কতই না দুর্লভ
জন্ম আমার ফুটপথে
তাই আমি কতই না সুলভ।

প্রতি রাতে হাত ঘুরি
ধনী গরিব খোলে ডুরি
চাহিদা আমার আহামরি
আমার কি একা দায়?

তোমার শরীর সম্পদ
আমার টা সম্পত্তি
এদিক ওদিক করলে ঘটে
নানান বিপত্তি।

জাত কুল ধনীর ঘরে
আমার কি তাতে পেট ভরে
শরীরেই কেবল অন্য মেলে
ওসব গরিবের থাকতে নেই।

তুমি কর রূপচর্চা
দেখাতে গ্লামার
ব্যবহার করি সস্তা পাওডার
ডাকিতে খরিদ্দার।

ধর্ম কর্ম দেখে তোমার
চোখের কোনে জল
সবতো আমার শরীর ঘিরে
একমাত্র সম্বল।

দিনের বেলায় কুলটা
রাতের বেলায় সখি
সমাজপতির বেদ-বিভাজন
রাতের বেলায় মেকি!

জন্মস্থান আসল কথা
কর্মে পরিচয়
ফুটপথে জন্ম বলে
ঠাঁই, হয়নি উঁচু তলায়।

দেহ বিক্রি নাকি মডার্নিজম
আজকাল উঁচু তলায় হয়
রূপজীবী তুমি-আমি
পার্থক্য উপর আর নিচতলায়।

ধনি-গরিব সবাই মানুষ
যতই বল তুমি
জন্মগুনে সতীর তিলক
গণিকা হলাম আমি।

রঙিন চশমায় অট্টালিকা
আমার বস্তি ঘর
জীবন বায়ু চলে গেলে
বলো কে কার উপর?