জাতিসংঘেও বাংলায় বার্তা মোদির

0
217

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে ভোটের সময় বিভিন্ন সময় বাংলায় কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটে বাংলায় কথা বলবেন সেটা প্রত্যাশিত। কিন্তু জাতিসংঘে গিয়েও যে বাংলায় কথা বলবেন মোদি, সেটা আঁচ করা কঠিন ছিল। কিন্তু তাই করলেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতেই বক্তব্যে ইতি টানলেন মোদি।

উল্লেখ করলেন ‘শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।’

মূলত জাতিসংঘের প্রতি মোদির এই আহ্বান। জাতিসংঘকে প্রাসঙ্গিক করে রাখতে হলে নিজেদের সংস্কার করতে হবে বলে মনে করেন তিনি।
জাতিসংঘের সংস্কারের বার্তাও দেন তিনি। তার কথায় উঠে এসেছে চাণক্য ও দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গও। গুজরাতের চাওয়ালার প্রসঙ্গ দিয়ে শুরু করা বক্তব্য শেষ হলো বাংলায়।