জাতীয় জাদুঘরে শিল্পী টুনটুন বাউলের একক সংগীতসন্ধ্যা

0
733

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পী টুনটুন বাউলের একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে, শুক্রবার ১৬ ফেব্রæয়ারি সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাউল সংগীত শিল্পী টুনটুন বাউল’র একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। টুনটুন বাউল এদেশের একজন প্রতিভাবান বাউল শিল্পী। তাঁর জন্ম ১৯৪৮ সালে পশ্চিম বাংলার ভীরভূম জেলায়। দেশভাগের পর পিতা মরহুম আবদুস সাত্তার, মাতা জোহরা বেগমের সাথে ১৯৬৪ সালে চলে আসেন বাংলাদেশের কুষ্টিয়া জেলায়।
বর্তমানে তিনি বাংলাদেশের বাউল সংগীতের একজন পরিচিত শিল্পী। ইতোমধ্যে তাঁর বারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বাইরে ভারত, নেপাল, চীন এবং বেলজিয়ামে সংগীত পরিবেশন করেছেন। আধ্যাত্মিক ঘরণার এই শিল্পীর অনেক ভক্ত শ্রোতা রয়েছে।
এরপর শিল্পী টুনটুন বাউল ‘বাউল গানের’ মাধ্যমে তাঁর সংগীত পরিবেশনা শুরু করেন এবং তাঁর বিখ্যাত বাউল সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রোতামন্ডলীকে মোহিত করে রাখে। বিশেষ করে লালন সাঁইয়ের গান করে দর্শকদের বিমোহিত করেন। তাঁর গাওয়া কয়েকটি গানের মধ্যে রয়েছে, যেখানে তোর বারাম খানা, খাঁচার ভিতর অচিন পাখি, গুরু সু ভাব দাও আমার মনেসহ অনেক গান ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here