জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন যশোরে উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

0
557

বিশেষ প্রতিনিধি : জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) আগামী ২৩ ডিসেম্বর শনিবার যশোরে শুরু হবে। এ উপলক্ষে যশোর জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির মিলনায়তনে সিভিল সার্জন অফিস যশোরের আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার হারুণ অর রশীদ সভাপতি হিসেবে উদ্বোধন করেন। তিনি বলেন, ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে কাজ করে।শরীরের চামড়া,ডায়রিয়া প্রতিরোধে ভিটামিন এ প্লাসের গুরুত্ব অন্যারকম। দেশে প্রতিদিন যে পরিমানে মা ও শিশু স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যু হচ্ছে তার জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দিনে শিশুর মৃত্যু হলে তার দায়ভার এ ধরনের ক্যাম্পেইনের উপর পড়ে সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। উন্নত ও শক্তিশালী ভিটামিন এ প্লাস লাল ও নীল ক্যাপসুল শিশুদের খায়ানোর জন্য সকলকে অবহিত করার আহবান জানান সাংবাদিকদের মাধ্যমে। কর্মশালায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয় বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সেলিম রেজার সঞ্চালয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি সাজেদ রহমান।এছাড়া,যশোরের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন। ডাক্তার সেলিম রেজা জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালনের লক্ষ্যে জেলা সিভিল সার্জন ডাক্তার দিলীপ কুমার রায় এর নির্দেশে জেলার যশোর পৌরসভাসহ ৯২টি ইউনিয়নে ২৭৬টি ওয়ার্ডে স্থায়ী টিকাদান কেন্দ্র ২৪টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ২২৬০টি, অতিরিক্ত টিকাদান কেন্দ্র ১০২টি, ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র ২২টি খোলা হবে। জেলায় মোট ২৪০৮টি টিকাদান কেন্দ্র খোলার ব্যবস্থা চুড়ান্ত করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন হারুন অর রশীদ জানান, ভিটামিন এ লাল রংয়ের ক্যাপসুল (২লক্ষ আই ইউ) এর নীট চাহিদা থাকলেও রাখা হয়েছে ৩লাখ ২ হাজার ৫শ’ ৩৩টি। নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (১লক্ষ আই ইউ) এর নীট চাহিদা থাকলেও রাখা হয়েছে ৩৯ হাজার ১১১টি। তিনি আরো জানান, এবারে ৬-১১ মাস বয়সী ৩৬ হাজার ২০৬ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৭০ হাজার ৮৩ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here