জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে মণিরামপুর পাইলট ও সদরের বাহাদুরপুর চ্যাম্পিয়ন

0
162

ক্রীড়া প্রতিবেদক : পঞ্চাশতম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের ছাত্র ক্রিকেটে মনিরামপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ছাত্রীদের সদরের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। বৃহস্পতিবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে মনিরামপুর ১১ রানে ঝিকরগাছার বিএম মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। ছাত্রী ক্রিকেটে বাহাদুরপুর ৯ উইকেটে মণিরামপুরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।
ছাত্র ক্রিকেটের ফাইনালে প্রথমে ব্যাট করে মণিরামপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৭২ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিএম মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত ওভার শেষে সমান সংখ্যক উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে। ছাত্রী ক্রিকেটের ফাইনালে প্রথম ব্যাট করতে নামে মণিরামপুর উপজেলার কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তারা নির্ধারিত পাঁচ ওভারে তিনটি উইকেট হারিয়ে ৪৫ রানের ইনিংস গড়ে। পরে ব্যাট করতে নেমে চার ওভারে তারা দু’টি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাহাদুরপুর।
এর আগে একই মাঠে ছাত্র ক্রিকেটের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে কেশবপুর উপজেলার তেঘরি মডেল মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে সাত উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় সেমিফাইনালে প্রথম ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় সাত উইকেট হারিয়ে ৩২ রানের দলগত ইনিংস গড়ে। জয়ের লক্ষ্যে পরে ব্যাট করতে নেমে মণিরামপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত ওভার শেষে দু’টি উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।