জাদুঘরের রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে সংগীতানুষ্ঠান

0
1056

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং শুদ্ধ সংগীত ও প্রমিত বাংলা গান চর্চার সংগঠন রক্তকরবী যৌথভাবে শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গদ্য ও কবিতার সমন্বয়ে ‘বেড়ে ওঠার অবলম্বন’ শীর্ষক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক ড. গোলাম মুরশিদ। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা বিভাগের কীপার ড. শিহাব শাহরিয়ার। অনুষ্ঠানে গ্রন্থনা করেছেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন এবং সংগীত পরিচালনা করেন শিল্পী শীলা মোমেন । অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক ড. গোলাম মুরশিদ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যার তুলনা করা যায় না এবং তা আর কখনো করাও যাবে না। তার গান শুধু গান নয় এবং তার কবিতা শুধু কবিতা নয় তার গান কবিতা একজন মানুষকে উজ্জীবিত ও প্রাণবন্ত করে তোলে। তিনি যখন গান লিখতে শুরু করেন তখন তিনি বলতেন জানিনা আমার গান বা কবিতা মানুষ মনে রাখবে কিনা তবে মানুষ আমার ছোট গল্প মনে রাখবে। তিনি প্রায় দু’বছরের বেশি সময় বিলেতে থাকেন এবং তিনি সে সময় স্কটিস, আইরিশ ও অন্যান্য ফোক সংগীত শুনেন, যা ছিলো কথা প্রধান গান এবং তারপর তিনি যখন দেশে ফিরে আসেন তখন তিনি এই কথা প্রধান গান লিখা শুরু করেন’।
শেষে রবীন্দ্রনাথের গান, কবিতা পরিবেশনের সাথে নিত্য পরিবেশনের মাধ্যমে রবীন্দ্রনাথকে তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here