জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা, হামলাকারি আটক-ভিডিওসহ

0
1067

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে ছুরি নিয়ে হামলা হয়েছে অধ্যাপক জাফর ইকবালের ওপর।
শনিবার বিকেলে হামলার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অধ্যপক জাফর ইকবালের মাথা থেকে রক্তক্ষরণ হলেও তিনি কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন।
হামলাকারী একজন ধরা পড়েছেন বলে বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান জানিয়েছেন।
তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল চলছিল ক্যাম্পাসের মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর ইকবাল; সেখানেই তার ওপর হামলা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, “বিকেল পাঁচটায় মঞ্চে ওঠার সময় পেছন থেকে মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, “মঞ্চের পেছন থেকে এসে এক ছেলে ছুরি মারে গলা, বুক ও মুখের দিকে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা তাকে আটক করে।”
কী কারণে জাফর ইকবালের ওপর এই হামলা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন জাফর ইকবাল। র‌্যাগিংয়ের দায়ে পাঁচ ছাত্রের শাস্তি দেওয়া হলে তিনি বলেছিলেন, এদের শাস্তির পরিমাণ কম হয়েছে, তাদের পুলিশে দেওয়া উচিৎ।
আবার এর পেছনে জঙ্গিদের হাত থাকতে পারে বলেও সন্দেহ রয়েছে কোনো কোনো শিক্ষার্থীর।
হামলার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন বলেন, “উত্তপ্ত অবস্থা চলছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here