জিতলেই শীর্ষ ছয়ে টাইগাররা

0
616

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের হার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবনমনের শঙ্কা জাগালেও আয়ারল্যান্ডের বিপক্ষের জয় আপাতত সেই শঙ্কা দূর করেছে। পাশাপাশি শেষ ম্যাচ জিতে র‍্যাংকিংয়ের শীর্ষ ছয়ে প্রথমবারের মতো আরোহণ করার সুবর্ণ সুযোগও তৈরি হয়েছে।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে অবস্থান বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয় পেলে যা বেড়ে দাঁড়াবে ৯৩ রেটিং পয়েন্টে। সেক্ষেত্রে বর্তমান র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থান দখল করে রাখা শ্রীলঙ্কার সমান পয়েন্ট হয়ে বাংলাদেশের। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে লঙ্কানদের ছাপিয়ে যাবে মাশরাফি বাহিনী।

কিউই বধ করলে একই সঙ্গে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনাও অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। কিউইদের বিপক্ষের জয় র‍্যাংকিংয়ের আটে থাকা পাকিস্তানের সঙ্গে রেটিং পয়েন্ট ব্যবধান পাঁচ পয়েন্টে নিয়ে আসবে বাংলাদেশকে। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে তা বেড়ে দাঁড়াবে ১৪ পয়েন্টে।

যার ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবকয়টি ম্যাচ হেরে গেলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে মাশরাফি-সাকিবরা।

বিপরীতে নিউজিল্যান্ডের বিপক্ষে কোন কারণে শেষ ম্যাচে পরাজিত হলে দুই রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের। সে ক্ষেত্রে র‍্যাংকিংয়ের আটে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমে আসবে ১ পয়েন্টে! তবে হেরে গেলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ এগিয়ে থাকবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here