জেইউজের সদস্য ও নয়াদিগন্ত’র সাংবাদিক জালালকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

0
419

সংবাদ বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার যশোর অফিসের রিপোর্টার শেখ জালাল উদ্দিন রোববার (২৫.২.২০১৮) দুপুর ১২ টার দিকে যশোর সরকারি এম এম কলেজে যান এবং পেশাগত দায়িত্ব’র কারণে কিছু ছবি সংগ্রহ করেন। এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন এবং ক্যামেরা থেকে ছবি ডিলিট করে দেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে ইউনিয়নের সভাপতি নূর ইসলাম, সহ-সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক এম আইউব, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ আকরামুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি, নির্বাহী সদস্য অনুব্রত সাহা মিঠুন বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা দেয়া এবং ছবি ডিলিট করে দেয়া স্বাধীন সাংবাদিকতার হুমকি স্বরূপ। সাংবাদিক নেতৃবৃন্দ এঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here