জড়িত আমিনুল ইসলাম বাদল সিআইডি পুলিশের হাতে গ্রেফতার পূর্বক আদালতে জবানবন্দি দিয়েছে

0
409

যশোরে ডিস ব্যবসায়ী আতাউর রহমান খুন

বিশেষ প্রতিনিধি: ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ যশোর জোনের সদস্যরা ডিস ব্যবসায়ী আতাউর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত আসামী আমিনুল ইসলাম ওরফে বাদলকে গ্রেফতার করেছে। শুক্রবার গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম বাদল হত্যাকান্ডের স্বীকারোক্তি মূলক জবানবন্দি আদালতে দিয়েছেন।
যশোর সিআইডি জোনের পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান,বৃহস্পতিবার রাত গোপন সূত্রে খবর পেয়ে শহরের আবরপুর রেললাইনের উত্তর পাশের মৃত মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম বাদলকে গ্রেফতার করে। বাদল গ্রেফতার হওয়ার পর ডিস ব্যবসায়ী আতাউর রহমান হত্যাকান্ডের কথা স্বীকার করে। পরে শুক্রবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিজ্ঞ বিচারকের সামনে হাজির করা হলে বাদল স্বেচ্ছায় ১৬৪ ধারায় হত্যাকান্ডের সাথে তার সম্পৃত্ত ও কারা জড়িত সে বক্তব্য দিয়েছেন বলে হারুন-অর-রশীদ নিশ্চিত করেছেন। উল্লেখ্য,গত ১৮/০৪/১৫ ইং আরবপুর এলাকার আতাউর রহমানের ব্যবসায়ীক পার্টনার রিপনের বাড়িতে ফেলে গুলিবর্ষন করা হয় আতাউরকে। রিপন,বাবু,শামীমসহ অনেকে সেই সময় উপস্থিত ছিলেন বলে বাদল জানিয়েছেন। নিহত যুবক আতাউর রহমান যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ফিরোজ হায়দারের ছেলে। গুলিবর্ষনের পর প্রথমে আতাউর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নিহতর পিতা ফিরোজ হায়দার ২৩/৫/১৫ কোতয়ালি মডেল থানায় ছেলে হত্যাকান্ডের ব্যাপারে এজাহার দায়ের করেন। মামলা নং ৯৫,তারিখঃ২৩/০৫/১৫ইং। ধারা ৩০২/৩৪ পেনাল কোড। মামলাটি কোতয়ালি মডেল থানা থেকে সিআইডি দপ্তরে গেলে সিআইডি তদন্ত কার্যক্রম শুরু করার এক পর্যায় আমিনুল ইসলাম বাদলকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here