জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সুইজারল্যান্ড শাখার প্রথম সভা অনুষ্ঠিত

0
421

নিজস্ব প্রতিবেদক:জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট সুইজারল্যান্ড শাখার প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় গত ২২শে নভেম্বর ।বৈশ্বিক মহামারির কারনে সশরীরে উপস্থিত হবার সুযোগ না থাকায়,৫০তম মহান বিজয় দিবস কে সামনে রেখে অনলাইনেই একত্রিত হন শাখার সকল সদস্যবৃন্দ।শাখার সভাপতি পারভেজ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারনসম্পাদক হোসনা শেখ-এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং কেন্দ্রীয় কমিটির সুপরামর্শে অনলাইনে আগামি১৮ইডিসেম্বর শুক্রবার ,আসন্ন মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া প্রিয় মাতৃভুমি বাংলাদেশে উগ্রধর্মান্ধমৌলবাদী গোষ্ঠীর সাম্প্রতিক কার্যকলাপ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেয়ার মত অনাকাংক্ষিত ঘটনার তীব্রপ্রতিবাদ জানানহয়।কার্যকরী কমিটির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল্লাহ চৌধুরী,স্বপনহালদার,রনিসাব্বির,সাঈদজসীম, কানিজ ফাতিমা কেয়া এবং মুক্তা আক্তার।