ঝিকরগাছার আলী হোসেন গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে লাভবান

0
1109

এম আর মাসুদ : কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলী হোসেন এবার গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে ব্যাপক লাভবান। এ সবজি সম্পুর্ণ বিষমুক্ত ও রাসায়নিক সার বিহীনভাবে উৎপাদন করায় একদিকে যেমন এর চাহিদা বেশী অপরদিকে অসময় এ সবজি বাজারে মেলায় বিক্রি হচ্ছে অপ্রত্যাশিত চড়া দামে। চাষকৃত এ সবজির ফলনও হয়েছে বাম্পার।
আলী হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের মৃত রহমত আলী মোড়লের ছেলে। তিনি ২০১৬ সালে বিষমুক্ত (নিরাপদ) সবজি উৎপাদনে জাতীয় পর্যায় ২য় স্থান অধিকার করায় কৃষি মন্ত্রণালয় থেকে ক্রেস ও নগদ অর্থ পেয়েছিলেন। গত রমজান মাস উপলক্ষ্যে তিনি পরিকল্পনা মাফিক গ্রীষ্মকালীন ধনেপাতা, শসা ও মুখিকচু চাষ করেছিলেন। এ বছর রমজান মাসকে তার্গেট করে তিনি বাঁধাকপি চাষ করেছেন। রমজান মাস শুরুর সাথে সাথে তিনি এ সবজি বাজারে বিক্রি করতে শুরু করেছেন। আলী হোসেন এবার ৫৫ শতক জমিতে গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ করেছেন। বর্তমান প্রতি কেজি বাঁধাকপি পাইকারী বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা। সে হিসেবে তাঁর ৫৫ শতক জমির এই বাঁধাকপি বিক্রি হবে প্রায় ২ লক্ষ টাকা। এতে তাঁর খরচ হয়েছে ১৫ হাজার টাকা। ৫৫ শতক জমিতে গ্রীষ্মকালীন বাঁধাকপির মাঝে মধ্যে রয়েছে কলার গাছ। কেকে ক্রস জাতের এই বাঁধাকপি চাষে সময় লাগে ৫৫-৬০ দিন। কৃষক আলী হোসেন জানান, বাঁধাকপির চাঁরা তৈরী করতে সময় লাগে ২৫-২৮ দিন। এরপর বীজতলা থেকে ক্ষেতে লাগানোর ৫৫-৬০ দিনের মাথায় তা বাজারে বিক্রি করা যায়। তাঁর প্রতিটা বাঁধাকপির ওজন হয়েছে ৬০০-৭৫০ গ্রাম করে। ৫৫ শতক জমিতে মোট ৯ হাজার বাঁধাকপির গাছ রয়েছে। আবহাওয়া অনূকুলে থাকলে, তিনি প্রায় ২ লক্ষ টাকার বাঁধাকপি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। তিনি ২ বিঘা জমিতে শসা চাষ করেছেন। এর সাথী ফসল হিসেবে লাগিয়েছেন কলা। এছাড়া তার দেড় বিঘা পটল ও আড়াই বিঘা কলার চাষ রয়েছে। তিনি অধিকাংশ চাষে কেঁচো কম্পোস্টের জৈব সার, সেক্স ফেরেমন ফাঁদ, বদৌ মিকচার, জৈব বালাইনাশক ব্যবহার করেন। তিনি রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করেন। আইয়ুব হোসেন নামে উপ-সহকারি এক কৃষি কর্মকর্তা তার এই সমস্ত কাজের উৎসাহ উদ্দীপনা যোগান বলে তিনি দাবী করেন। তিনি প্রতি মৌসুমে দেশিয় পদ্ধতিতে সাড়ে তিনশ-চারশ মণ আলু সংরক্ষণও করেন । এই ক্ষেতে তিনি এবছরে আরও দুইবার বাঁধাকপির চাষ করবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here